
চাকরি বিক্রির ১৫ কোটি টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চার্জশিটে জানাল CBI
প্রাথমিকে বেআইনি নিয়োগের বখরা হিসাবে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে ১৫ কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনও এক ব্যক্তি। গত ২১ ফেব্রুয়ারি আদালতে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সিবিআই একথা জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আনন্দবাজার অনলাইন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তে নেমে সিবিআইয়ের হাতে একটি অডিয়ো ক্লিপ এসেছে। যাতে সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়সহ আরও ২ জনের কণ্ঠস্বর রয়েছে। সেই অডিয়োতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ব্যক্তির পরিচয়ের কোনও উল্লেখ নেই চার্জশিটে।
সিবিআইয়ের চার্জশিট অনুসারে ২০১৭ সালের কোনও এক দিন বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কুন্তলের সংস্থার কর্মী অরবিন্দ রায়বর্মন ও সুরজিৎ চন্দ্র। সেখানে কী ভাবে বেআইনি নিয়োগ হবে ও তার টাকা কী ভাবে ভাগ হবে তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। কুন্তলের নির্দেশে ১ ঘণ্টার বেশি সময়ের সেই কথপোকথন রেকর্ড করেন অরবিন্দ। এর পর একটি ল্যাপটপে সেটি সরিয়ে রাখেন তিনি। তদন্তে নেমে অরবিন্দ ও সুরজিৎকে সাক্ষী হিসাবে তলব করে সিবিআই। এর পর তল্লাশিতে তাদের হাতে আসে অডিয়ো ক্লিপটি। সেটির সত্যতা যাচাইয়ের জন্য দিল্লির CFSLএ পাঠানো হয়েছে। সেজন্য সুজয়কৃষ্ণ, কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করেছে সিবিআই।
গত ২১ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণের বিরুদ্ধে ২৮ পাতার যে চার্জশিট সিবিআই আদালতে পেশ করেছে তাতে সবার পরিচয়ের উল্লেখ থাকলেও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের কোনও উল্লেখ নেই বলে জানানো হয়েছে আনন্দবাজার অনলাইনের ওই প্রতিবেদনে। অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, সেদিন সুজয়কৃষ্ণ বলেন, এতদিন যে বেআইনি নিয়োগ হয়েছে সেদন্য ১৫ কোটি টাকা দাবি করেছেন অভিষেক। তখন কুন্তল বলেন, এত টাকা তিনি দিতে পারবেন না। কারণ ইতিমধ্যে প্রার্থীপিছু সাড়ে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে। তখন সুজয়কৃষ্ণ বলেন, টাকা না দিলে ওই প্রার্থীদের নিয়োগ আটকে দেবেন বলে জানিয়েছিলেন অভিষেক। আর যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন তাদের গ্রেফতার করিয়ে দেওয়া বা প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তি।
Related Posts

‘অভিষেকের ভাবমূর্তি নষ্টের মরিয়া চেষ্টায় সিবিআই’! তৃণমূলের ‘সেনাপতি’র পাল্টা তোপ চার্জশিট নিয়ে

ট্রেনের শৌচালয় থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা, আতঙ্ক সাঁতরাগাছিতে
